
রমজানে বাজারের ‘অস্থিরতা’ সামলানো যাবে?
- জাতীয়
রমজান মাসে সব ধরনের নিত্যপণ্যের চাহিদা কিছুটা বাড়ে। এক শ্রেণি অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বাজারে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা শুরু করেন। রমজান মাস আসার আগেই বাজারে এমন পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে এরইমধ্যে রমজান মাসের অন্যতম চাহিদাসম্পন্ন পণ্য ভোজ্যতেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। একদিকে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে— নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে, সরবরাহে সংকট নেই। এমনকি কোনও পণ্যেরই দাম বাড়বে না বলেও আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু এই ভরা মৌসুমেও আলু ও পেঁয়াজের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। স্থির নেই ডিম, মাছ ও মাংসের বাজারও। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে অন্তত এসব পণ্যের দাম আর কমার কোনও সম্ভাবনা দেখছেন না তারা।